লস্কর গা: আফগানিস্তানের হেলমান্দ রাজ্যের লস্কর গার নিয়ন্ত্রণ নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। বুধবার আনুষ্ঠানিকভাবে গভর্ণর প্যালেসে ব্রিটিশ সেনারা আফগান সেনাদের হাতে এর নিয়ন্ত্রণ তুলে দেয়।
অতি সম্প্রতি তুলনামূলক শান্তিপূর্ণ এলাকা বামিয়্যাম ও পূর্বাঞ্চলের মেহতার লামের দখলদারিত্ব এর আগে আফগানদের হাতে তুলে দেয় ন্যাটো।
তবে নিয়ন্ত্রণ রক্ষা করা স্থানীয় বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বাহিনী দায়িত্ব হস্তান্তর করলেও কিছু এলাকায় তারা আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে অবস্থান করবে।
আগামী ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেখানে দায়িত্বরত প্রায় ১০ হাজার ব্রিটিশ সেনা সদস্যকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার অংশ হিসেবে প্রথম দফায় সেখানকার সাতটি প্রদেশের দায়িত্ব তুলে দিতে তালিকা করা হয়েছে। এ তালিকায় অন্য রাজ্যহগুলো হচ্ছে কাবুল, মাজারই-শরীফ, পানসির ও হেরাত নগর।
এদিকে আফগান পররাষ্ট মন্ত্রণালয়ের মূখপাত্র জনান মুসাজাই বিবিসিকে বলেছেন, লস্কর গায়ের নিরাপত্তার দায়িত্বটিই কেবল তুলে দেওয়া হয়েছে।
তবে বিষয়টিকে ন্যাটোর দায়িত্ব হস্তান্তরে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা এটিকে ন্যাটোর আনুষ্ঠানিক বিদায় হিসেবে দেখছেন।
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১১