লন্ডন: সন্ত্রাসী নেটওয়ার্কে শিশুদের আকৃষ্ট করতে অ্যানিমেশন সিনেমা বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে আল কায়েদা। আন্তর্জাতিক এ সন্ত্রাসী সংগঠনের একটি ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছে।
আল কায়েদার পরিকল্পনা হলো, স্বল্প দৈর্ঘ্যরে কিছু চলচ্চিত্র বানানো যেখানে অভিনেতা কম বয়সী বালকেরা সমরসজ্জা পরিহিত থাকবে, তারা বিভিন্ন অভিযানে অংশ নেবে, শত্রুদের হত্যা করবে এবং হামলার পরিকল্পনা করবে।
অডিও-ভিডিও প্রযুক্তি ব্যবহার করে সদস্য সংগ্রহের এই কৌশল আল কায়েদা এর আগে কখনো নেয়নি। সম্প্রতি ইয়েমেন ভিত্তিক একটি চরমপন্থী সংগঠন মেয়েদের জন্য একটি অনলাইন সাময়িকী প্রকাশ করেছে। সাময়িকীতে মেয়েদের সৌন্দর্য চর্চা এবং কুমারিত্ব বিষয়ে বিভিন্ন টিপস দেওয়া হয়েছে।
অ্যানিমেশন ফিল্ম বানানোর কথা ঘোষণা করেছে আবু আল লাইথ আল ইয়েমেনী নামে একটি গ্রুপ। লন্ডনভিত্তিক কিল্লিয়াম ফাউন্ডেশন গত বুধবার জানায়, এ খবর আল শামোক জিহাদিস্ট ওয়েবসাইটে আরবি ভাষায় প্রকাশ করা হয়েছে।
কিল্লিয়াম ফাউন্ডেশনটি গঠন করেন একজন সাবেক জিহাদিস্ট। চরমপন্থার উচ্ছেদ ঘটানোর লক্ষ্য নিয়ে এর প্রতিষ্ঠা হলেও ধারণা করা হয় এর সঙ্গে আল কায়েদার সম্পর্ক রয়েছে।
কিল্লিয়ামের বিশ্লেষক নোমান বেনোতমান বলেন, ‘চলচ্চিত্রগুলো মূলত ওয়াল্ট ডিজনির আদলে নির্মাণ করা হবে। এগুলোর মাধ্যমে শিশুদের ইসলামের নবীর জীবনী, ইসলামের পবিত্র যুদ্ধের কাহিনী দেখানো হবে এবং পশ্চিমাবিরোধী প্রচারণা চালানো হবে। ’
তিনি বলেন, ‘তবে আমি মনে করি এটা বরং বুমেরাং হবে। আল কায়েদা শিশুদের তাদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে এই ভেবে অনেক পরিবারই ক্ষুব্ধ হতে পারে। ’
বেনোতমান আরও বলেন, এইসব চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে যে গ্রুপটি কাজ করছে তারা জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের সর্বশেষ ধাপে পৌঁছে গেছে তারা। সিনেমাগুলো তাদের ওয়েবসাইট এবং ডিভিডি’র মাধ্যমে বিতরণেরও পরিকল্পনা তাদের রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১১