কাবুল: ব্রিটিশ সেনারা আফগানিস্তানে তালেবানের পক্ষে যুদ্ধ করার অভিযোগে দু’জন ব্রিটিশ নাগরিককে আটক করেছে। এরা ব্রিটিশ সেনাদের আক্রমণের ষড়যন্ত্র করছিল বলেও দাবি করা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি হোটেল থেকে আফগান গোয়েন্দা বাহিনী এবং জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের এক যৌথ অভিযানে ওই দুই জনকে আটক করা হয়।
টাইমসের খবরে বলা হয়েছে, এই দুই সন্দেহভাজনকে হেলমান্দ প্রদেশ থেকে ব্রিটিশ সেনারা আটক করেছে। এরা ব্রিটিশ পাসপোর্টধারী এবং এদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা বলেন, এটা ছিল সন্ত্রাস সম্পর্কিত। যুক্তরাজ্যের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, আটকরা নিজেদের ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘আমরা নিশ্চিত যে ব্রিটিশ সেনারা দু’জন ব্রিটিশ নাগরিককে আটক করেছে এবং আটককৃতদের দাবি তারা ব্রিটিশ নাগরিক। এই মুহূর্তে আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারছি না। ’
এরা এমন এক সময়ে আটক হলেন যখন ব্রিটিশ সেনাবাহিনী যুদ্ধবিধ্বস্ত হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গার নিরাপত্তার দায়িত্ব আফগান সেনাদের কাছে বুধবার হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১১