ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল কায়েদার ওয়েবসাইটে সিডনি অপেরা হাউজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

সিডনি: একটি অনলাইন সাময়িকীতে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউজের ছবি প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী জনগণকে সতর্ক করে দিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক সংগঠন আল কায়েদার সঙ্গে ওই সাময়িকীর প্রকাশকদের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়।

এ কারণে পুলিশ ওই সাময়িকীতে প্রকাশিত চরমপন্থী লেখাগুলো স্থানীয় মুসলিম সম্প্রদায়কে প্রভাবিতকরতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে। এই সাময়িকীর ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
 
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ প্রধান অ্যনড্রু স্কিপিওন বৃহস্পতিবার বলেছেন, ওই সাময়িকীতে অপেরা হাউজের ছবি প্রকাশ করার ঘটনা বাস্তবিক পক্ষেই আমাদের সজাগ হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

তিনি বলেন, ‘সন্ত্রাস প্রতিরোধে আমাদের কখনোই আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। ’

তবে এ ছবির প্ররোচণামূলক কোনো বিশেষত্ব সম্পর্কে পরিষ্কার কিছু বলতে পারেনি পুলিশ। ইংরেজি ভাষার ওই সাময়িকীটি আরব উপদ্বীপে তৎপর আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি গ্রুপ প্রকাশ করে থাকে। তবে ছবিটির সঙ্গে কোনো মন্তব্য যুক্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।