ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ বাণিজ্যিক দূতের পদ ছাড়তে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১১
ব্রিটিশ বাণিজ্যিক দূতের পদ ছাড়তে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু

লন্ডন: ব্রিটিশ বাণিজ্যিক দূত হিসেবে পদত্যাগ পত্র জমা দিতে যাচ্ছেন ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেস প্রিন্স অ্যান্ড্রুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা আশা করছে অ্যান্ড্রু বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধির পদ ছেড়ে দেবেন।



বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখা সহ প্রিন্স একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, আমেরিকার বিনিয়োগকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে সমালোচিত হয়ে আসছিলেন। এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে ২০০৮ এর মার্চেও অ্যান্ড্রুর ওই পদ ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমর্থনের কারণে তিনি সেবার বেঁচে যান।  

২০০১ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। বর্হিবিশ্বে ব্রিটিশ ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করাই তার এই পদের মূল দায়িত্ব।  

প্রিন্স অ্যান্ড্রু লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ছাড়াও গাদ্দাফি পুত্র সাইফ আল- ইসলাম এবং তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত নেতা জয়নাল আবদিন বেন আলীর জামাতার সঙ্গে বাকিংহাম প্যালেসে বৈঠক করার দায়ে সমালোচিত হয়ে আসছিলেন।    

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।