ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বাসে আগুন, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জুলাই ২২, ২০১১
চীনে বাসে আগুন, নিহত ৪১

জিনিয়াং: চীনে বাসে আগুন লেগে ৪১ যাত্রী মারা গেছে। পুড়ে আহত হয়েছে চালকসহ ৬ জন।

মধ্য চীনের হেনান প্রদেশের জিনিয়াং শহরে শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়েছে।

বাসে আগুন লেগে এ হতাহতের ঘটনা বছরের মধ্যে সবচেয়ে বড়।

আহতদের জিনিয়াংয়ের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোট ৪৭ জন যাত্রী ওই বাসে ছিল। ৩৫ সিটের বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে পুলিশ জানিয়েছে। দোতলা বাসটি ঘুমের সুবিধাযুক্ত।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন জিনিয়াংয়ের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের প্রধান জাং গোওহুই।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।