ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিদেশি ত্রাণ প্রবেশের অনুমতি অস্বীকার আল শাবাবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জুলাই ২২, ২০১১
বিদেশি ত্রাণ প্রবেশের অনুমতি অস্বীকার আল শাবাবের

মোগাদিসু: খরায় আক্রান্ত সোমালিয়াতে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে পশ্চিমা ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে ইসলামপন্থী সংগঠন আল শাবাব। সেই সঙ্গে সোমালিয়ায় জাতিসংঘের দুর্ভিক্ষের খবর ‘নির্ভেজাল অপপ্রচার’ বলে উল্লেখ করেছে।



গত বুধবার সোমালিয়ার দুটি অঞ্চলকে দুর্ভিক্ষ পীড়িত বলে ঘোষণা করে জাতিসংঘ। দেশটি গত ৬০ বছরে ভয়াবহতম খরার কবলে পড়েছে।

আল শাবাবের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, ত্রাণ সহায়তাদানকারী সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে।

তবে জাতিসংঘ দাবি করছে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং তারা ত্রাণ সরবরাহ অব্যাহত রাখবে।

আল শাবাদ ২০০৯ সালে পশ্চিমা ত্রাণ নিষিদ্ধ করে নানাভাবে হুমকি দিতে থাকলে সেসময়ই ত্রাণ সংস্থাগুলো সোমালিয়া ছেড়ে আসে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও (ডব্লিউএফপি) নিষিদ্ধের তালিকায় রয়েছে।

তবে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিমানে করে রাজধানী মোগাদিসুতে খাদ্য সরবরাহের পরিকল্পনা করছে সংগঠনটি।

জাতিসংঘের দুর্ভিক্ষকবলিত ঘোষণা করা দুটি অঞ্চল বাকুল এবং লোয়ার শাবেলে আল শাবাবের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। নিরাপত্তা হুমকির কারণে ওই অঞ্চলে ত্রাণ সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করতে ভয় পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।