ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইটিএ’র সাবেক প্রধানের ৩৭৭ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ২২, ২০১১
ইটিএ’র সাবেক প্রধানের ৩৭৭ বছর কারাদণ্ড

মাদ্রিদ: বাস্ক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ’র সাবেক প্রধান গারিকুইতস আসপিয়াসুর ৩৭৭ বছর কারাদণ্ড দিয়েছেন স্পেনের জাতীয় আদালত।

২০টি সন্ত্রাসী আক্রমণের ষড়যন্ত্রকরার অভিযোগে শুক্রবার তার বিরুদ্ধে এ রায় দেন আদালত।



ইটিএ’র চরমপন্থী শাখার নেতা অ্যাসপিয়াসু ২০০৮ সালের নভেম্বরে ফ্রান্সে গ্রেপ্তার হন। ওই বছর মেতে তাকে বিচারের জন্য স্পেনে হস্তান্তর করা হয়।

এসথার ক্যাবেসুদোর উত্তরাঞ্চলীয় শহর পর্তুগালেতের মেয়রকে হত্যার জন্য বোমা হামলার ষড়যন্ত্র এবং ২০০৬ সালের ডিসেম্বরে মাদ্রিদ বিমানবন্দরে হামলার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ হামলার ফলে এটিএ’র সঙ্গে স্পেনের সমাজতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হোসে লুইস রদরিগেজ সাপাতেরোর শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যায়।

ইউরোপীয় ইউনিয়ন ইটিএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। উত্তর স্পেন ও দক্ষিণ ফ্রান্সের কিছু অংশ নিয়ে স্বাধীন বাস্ক রাষ্ট্রের দাবিতে ৪ দশক ধরে সশস্ত্র আন্দোলনে ইটিএ ৮২৯ জন মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করা হয়।

এ বছরের ১০ জানুয়ারি এটিএ চিরস্থায়ী অস্ত্র বিরতির ঘোষণা দেয় কিন্তু স্পেন সরকার তা প্রত্যাখ্যান করেছে। শীর্ষ নেতাদের একের পর এক গ্রেপ্তার করা হলে সংগঠনটি ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। ২০০৯ সালের আগস্টের পর থেকে তারা স্পেনে কোনো হামলা চালায়নি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।