ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের পরমাণু বিজ্ঞানী গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, জুলাই ২৩, ২০১১
ইরানের পরমাণু বিজ্ঞানী গুলিতে নিহত

তেহরান: ইরানের পরমাণু বিজ্ঞানী দারিয়ুস রেজায়ি (৩৫) রাজধানী তেহরানে নিজ বাসভবনের বাইরে শনিবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



ইরানের বার্তা সংস্থা  ইসনা জানিয়েছে, দারিয়ুসের স্ত্রীও আহত হয়েছেন। তবে তার পরিচয় জানানো হয়নি।

কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোটর সাইকেলে করে এ হামলা চালানো হয়েছে। তবে হামলার ধরন নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি। ইসনা জানায়, রেজায়ি ইরানের পরমাণু কর্মসূচির একজন বিশেষজ্ঞ ছিলেন।

২০১০ সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় তেহরানে নিহত হন। ইরানের দাবি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ওই হামলা চালিয়েছিল। ইসরায়েল দীর্ঘ দিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধীতা করে আসছে।

গত নভেম্বরে ইরানের আরেকজন পরমাণু বিজ্ঞানী তেহরানে হামলায় নিহত হন।

ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে এই ভয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ছাড়াও পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচির বিরোধীতা করছে। যদিও ইরান এ দাবিকে বার বার প্রত্যাখান করে জানিয়েছে, তাদের এই পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।