ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, জুলাই ২৪, ২০১১
ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

সানা: ইয়েমেনের উপকূলীয় শহর এডেনে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন সেনা নিহত হয়েছে। ওই হামলায় আহত হয়েছে আরো অনেকে।

কর্মকর্তারা  রোববার এ খবর জানিয়েছেন।


কর্মকর্তারা জানান, ওই গাড়িটি রসদসহ সেনাদের নিয়ে পাশ্ববর্তী আবিয়ান প্রদেশের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

ইয়েমেনে কয়েকমাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে।

পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ চলা সত্ত্বেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় এই সমুদ্র বন্দরটি (এডেন) এতদিন বেশ শান্তই ছিল।

প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ গত জুনে প্রেসিডেন্ট প্রাসাদে বিরোধীদের হামলায় মারাত্মকভাবে আহত হন। চিকিৎসার জন্য তিনি সৌদি আরবে যাওয়ার পর থেকে এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। ইয়েমেনের বিরোধী রাজনৈতিক দলগুলো সালেহর দেশে আসা ঠেকাতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে।

ইয়েমেনে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্বশূণ্যতার সুযোগ নিচ্ছে বলে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের কর্মকর্তারা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।