টেক্সাস: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি রোলার স্কেটিং গ্রাউন্ডে একটি শিশুর জন্মদিন অনুষ্ঠানে গুলিতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
ডালাসের কাছে গ্র্যান্ড প্রেইরি শহরে একটি জম্মদিনের অনুষ্ঠানে কথা কাটাকাটির জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছেন।
পুলিশ জানায়, হামলাকারী আমন্ত্রিত অতিথিদের লক্ষ্য করে গুলি ছোড়ার পরে নিজে আত্মহত্যা করেন। ঘটনার বিস্তারিত কিছু জানা না গেলেও স্বামী-স্ত্রীর ব্যক্তিগত কলহের সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স পুলিশের মুখপাত্র স্টিভ ডাই-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা পারিবারিক কলহ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বন্দুকধারীর হামলার পর লোকজনকে ভয়ে ঘটনাস্থল থেকে পালাতে দেখেছেন। আহত অতিথিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।
হামলাকারীর আসল উদ্দেশ্য কী তা প্রাথমিকভাবে উদ্ধার করা না গেলেও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন বংশোদ্ভূত ওই মুসলিম ইরাক-আফগানিস্তানে সেনা পাঠানোর বিষেয়ে অসন্তুষ্ট ছিলেন।
তবে পুলিশ বলছে, এ ঘটনা পারিবারিক কলহের জের ধরেই ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১