ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ.কোরিয়া-ভারত পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১
দ.কোরিয়া-ভারত পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর

সিউল: দক্ষিণ কোরিয়া এবং ভারত পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। সোমবার দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের এক বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয় কর্তৃপক্ষ।



প্রেসিডেন্ট লি মেয়ুঙ বাক এবং প্রেসিডেন্ট প্রতিভা পাতিল স্ব স্ব দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া ২০ টি পরমাণবিক কেন্দ্র পরিচালনা করে এবং দেশের বিদ্যুৎ চাহিদার ৩৫ শতাংশ পূরণ করে ওই স্থাপনাগুলো। দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে দক্ষিণ কোরিয়া এই বিদ্যুৎ রপ্তানিতেও আগ্রহী।

জাপানের ফুকুশিমার ঘটনা সারাবিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। কিন্তু দক্ষিণ কোরিয়া তার পারমাণবিক কেন্দ্রের উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ আরও জানায়, ‘প্রেসিডেন্ট লি তাড়াতাড়ি ভারতের উড়িষ্যাতে ইস্পাত কারখানা তৈরির ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বৃহৎ ইস্পাত কারখানা পসকো সহায়তা করবে। ’
 
মে মাসে ভারত পোসকোকে উড়িষ্যাতে ইস্পাত কারখানা স্থাপনে চুড়ান্ত ছাড়পত্র দেয়। কিন্তু গত মাসে উড়িষ্যার স্থানীয় লোকজন এবং বিভিন্ন সংগঠনের চাপে সরকার ইস্পাত কারকানার জন্য ভূমি অধিগ্রহণ বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।