ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেইভিকের সঙ্গে দুটি সক্রিয় গ্রুপ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১
ব্রেইভিকের সঙ্গে দুটি সক্রিয় গ্রুপ রয়েছে

অসলো: নরওয়ের সরকারি ভবন ও উটোয়া দ্বীপে জোড়া হামলাকারী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক আদালতে বলেছেন, তার সঙ্গে আরও দুটি গ্রুপ কাজ করছে।

সোমবার আদালতে শুনানির জন্য ব্রেইভিককে আদালতে নেওয়া হয়।

রুদ্ধদ্বার শুনানি চলে ৪০ মিনিট।

আদালতের শুরুতে নিহত ৯৩ ব্যক্তির স্মরণে একটি মিনিটের নীরবতা পালন করা হয়।

বিচারক কিম হেগের বলেন, ‘অভিযুক্তের (ব্রেইভিক) বক্তব্য মতে সহিংস ঘটনা দুটির আরও তদন্ত প্রয়োজন। ব্রেইভিক আদালতকে বলেছেন, তাদের সংগঠনে আরও দুটি সক্রিয় ইউনিট রয়েছে। ’

ব্রেইভিক (৩২) অসলোতে বোমা হামলা ও উটোয়া দ্বীপে গুলি ছোড়ার ঘটনা স্বীকার করেছেন। এর আগে এই ঘটনা দুটি তিনি নিজেই ঘটিয়েছেন বলে জানিয়েছেন।

আদালতের সামনে হাজির হওয়ার আগে ব্রেইভিক বলেন, তিনি তার সহিংস ঘটনা দুটির ব্যাখ্যা দেবেন। তিনি এ হামলাকে ‘ভয়ঙ্কর, তবে জরুরি’ বলে উল্লেখ করেছেন।

বিচারক কিম হেগের সোমবারের শুনানি সম্পর্কে বলেন, ‘এটা স্পষ্ট যে, সন্দেহভাজনকে নিয়ে জনসম্মুখে শুনানি হলে তা দ্রুতই খুব জটিল পরিস্থিতির সৃষ্টি করবে। এ নিয়ে আমাদের কাছে শক্ত তথ্য আছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।