ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে সেতু ধসে নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
মহারাষ্ট্রে সেতু ধসে নিখোঁজ ২২

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে একটি সেতু ধসে দু’টি বাসসহ বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে। মঙ্গলবার ( আগস্ট ২) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ২২ জন নিখোঁজ হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মুম্বাই-গোয়া মহাসড়কের সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি অবস্থিত।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে ব্যাপক বৃষ্টি এবং বন্যার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তি বা কোনো যানবাহনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সেতুটি মহারাষ্ট্রের রাইগাদ জেলার মাহাদ শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।