ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলাকারী সোমালি বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
লন্ডন হামলাকারী সোমালি বংশোদ্ভূত

ঢাকা: লন্ডনের প্রাণকেন্দ্র রাসেল স্কয়ারে হামলাকারী সোমালি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ১৯ বছয় বয়সী ওই তরুণের নাম জানা যায়নি।

এদিকে হামলাকারী ওই তরুণের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছেন লন্ডনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার।  

বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ওই হামলাকারীর ‘মানসিক স্বাস্থ্য’র বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০০২ সালে সে নরওয়ে থেকে ব্রিটেন আসে।

এর আগে স্থানীয় সময় বুধবার (০৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাসেল স্কয়ারে ওই হামলাকারীর ছুরিকাঘাতে এক নারী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। নিহত ওই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে হামলাকারী। এ সময় সে জনতার ওপর অর্তকিত ছুরিকাঘাত করতে থাকে।

বুধবারের ঘটনাস্থলটি ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে দ্বিতল বাস ও পাতাল রেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনাস্থল। লন্ডনের ইতিহাসে স্মরণকালে ভয়াবহ পৃথক ওই বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।