ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর হামলায় ৩৫ পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
ন্যাটোর হামলায় ৩৫ পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত

কাবুল: আফগানিস্তানে ন্যাটো সেনাদের হাতে কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



জঙ্গিরা গত সপ্তাহে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশ অতিক্রম করে জোট সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর সময়ে নিহত হয়।

সূত্রগুলো পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওয়ারিজিস্তান থেকে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, আহত অনেকই আবার ফিরে এসেছে। আবার অনেকে মিরানশাহ শহরে চিকিৎসা নিচ্ছেন।

পাকিস্তানের উপজাতি অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা প্রায়ই সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে গিয়ে সেখানকার ন্যাটো সেনাদের উপর হামলা চালায়। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই এইসব জঙ্গিদের দমনের জন্য পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করে আসছে।

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ায় এ মাসের প্রথম দিকে ওয়াশিংটন পাকিস্তানকে দেয়া ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহার করেছে। নিহত এসব জঙ্গিদের লাশ সমাহিত করার জন্য ব্যবস্থা নেয়ার প্রকিয়া চলছে। খবরে বলা হয়, নিহত এবং আহতদের মধ্যে দুজন শীর্ষ জঙ্গি নেতা হাফিজ গুল বাহাদূর এবং মোল্লা ওমর ওয়ারিজিস্তিানে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।