ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড্ডয়নের সময় যান্ত্রিকত্রুটির কবলে মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
উড্ডয়নের সময় যান্ত্রিকত্রুটির কবলে মার্কিন বিমান

ঢাকা: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উড্ডয়নের সময় নোজ গিয়ার অকার্যকরের শিকার হয়েছে একটি যাত্রীবাহী প্লেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায় যান্ত্রিকত্রুটির কবলে পড়ে সাউথ-ইস্ট এয়ারলাইনের ১৪৯ নাম্বার ফ্লাইটটি। এ সময় ফ্লাইটটিতে ১২৬ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন।

নোজ গিয়ার অকার্যকরের পর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধার কর্মীরা। এ সময় তারা প্লেনটির আরোহীদের কোনো রকমের বিপদ ছাড়া উদ্ধার করতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।