ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারাকানা স্টেডিয়ামের বাইরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
মারাকানা স্টেডিয়ামের বাইরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

ঢাকা: অলিম্পিকের ৩১তম আসরের উদ্বোধনী আসরের কিছু সময় আগে ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়ামের বাইরে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।

তবে প্রাথমিক এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ব্রাজিলে চলমান মন্দাবস্থ‍া ও সরকারের দুর্নীতির অভিযোগ এনে অলিম্পিক ঘিরে সরকারের অতিরিক্ত ব্যয়কে বিক্ষোভের কারণ বলে জানিয়েছেন করেকজন বিক্ষোভকারী।

এক বিক্ষোভকারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক এরিক এডিলসনকে বলেন, আমাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং পাকস্থলিতে ঘুষি মারা হয়।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।