ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যার কারণে মেসিডোনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
বন্যার কারণে মেসিডোনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা: ভারী ব‍ৃষ্টিপাত এবং বন্যার কারণে মেসিডোনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

রাজধানীসহ এর আশে পাশের এলাকায় ভারী বৃষ্টি এবং বন্যায় কমপক্ষে ২১ জন মারা যায়।

ছয়জন নিখোঁজ এবং আরও অনেকে আহত হয়েছে বলে রোববার (৭ আগস্ট) কর্তৃপক্ষ জানায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইতোমধ্যে শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এবং আর্মির হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টার করছে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।