নয়াদিল্লি: নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে নয়াদিল্লি সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণের সঙ্গে দেখা করেন।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
হিনা রাব্বানির সঙ্গে বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ পাকিস্তানকে একটি গতিশীল, উন্নত এবং স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দু দেশের সম্পর্ক অতীতের মতো তিক্ততায় রুপ নেবে না।
গত বছরের পর এটাই দুইদেশের মধ্যকার প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১