ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার হয়েছে এক উজবেক ছাত্র। উজবেকিস্তানের নাগরিক উলুগবেক কাদিরভ এই হুমকি দিয়েছিল বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়াও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে নিজের কাছে এম-১৫ মেশিনগান এবং গ্রেনেড রাখার দায়েও এই ২১ বছর বয়সী উলগবেক কাদিরভকে অভিযুক্ত করা হয়েছে।
১৩ জুলাই কাদিরভকে অ্যালাবামার একটি মোটেল থেকে অবৈধভাবে অস্ত্র কেনার সময় গ্রেপ্তার করে অ্যালাবামা পুলিশ।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে আসা কদিরভের স্টুডেন্ট ভিসার মেয়াদ ২০১০ সালের এপ্রিল মাসেই শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন বলে জানায় আলবামা পুলিশ কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় এক বিবৃতিতে জানা যায়, ‘রাষ্ট্রীয় এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ব্যপারে খোঁজ খবর নিচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়া, অবৈধভাবে এম-১৪ মেশিনগান এবং গ্রেনেড রাখার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’
যদি কদিরভের অপরাধ প্রমাণ হয় তাহলে প্রেসিডেন্ট ওবামাকে হত্যার হুমকি দেওয়ার জন্য তার মিলবে ৫ বছরের কারাদন্ড এবং প্রতিটি অস্ত্র রাখার দায়ে মিলবে ১০ বছর করে কারাদন্ড।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১