সিউল: দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ১৭ জন এবং নিখোঁজ তিন জন। মঙ্গলবার রাজধানী সিউলের উত্তরে প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।
শহরের দমকল বাহিনীর কর্মকর্তা বুন-ইন সু বলেন, ‘চুচেয়ন শহরটি রাজধানী সিউল থেকে ১১০ কিলোমিটার উত্তর-পূর্বদিকে অবস্থিত। এখানে বৃষ্টিপাতের সময় বেশ কিছু কলেজ ছাত্র স্বেচ্ছাশ্রম দিচ্ছিলেন। কাজ শেষে তারা যখন তাদের ঘরে ঢুকছিলেন তখনই ভূমিধস শুরু হয়। আর এতে ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। ’
অপরদিকে সিউলে ভূমিধসে মারা গেছে আরও ৫ জন বলে জানায় সিউলের ব্যাংবে এলাকার পুলিশ কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত মৃতদের পরিচয় উদ্ধার করা যায়নি। ঘটনাস্থল থেকে শিশু এখনও নিখোঁজ।
দক্ষিণ কোরিয়ায় চলতি সপ্তাহে বেশ ভারি বর্ষণ হচ্ছে। রাজধানী সিউলের রাস্তায় প্রায় ১৫ ইঞ্চি পানি জমেছে। গত দুইদিনে ১০ ইঞ্চির বেশি পানি জমেছে চুচেয়ন শহরে।
‘আগামী শুক্রবার নাগাদ আরও ১০ ইঞ্চি পরিমান পানি জমতে পারে বলে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ’
ইতোমধ্যে সিউলের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১