ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলামাবাদের সঙ্গে ওবামার ‘`আম কূটনীতি’`

কল্লোল কর্মকার, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
ইসলামাবাদের সঙ্গে ওবামার ‘`আম কূটনীতি’`

ওয়াশিংটন: পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন খারাপ সম্পর্কের চূড়ান্ত অবস্থা ঠিক তখনই ইসলামাবাদের সঙ্গে মিষ্টিমধুর ‘`আম কূটনীতি’` শুরু করার আশা করছে ওবামা প্রশাসন।

পাকিস্তান থেকে চোষা আমের প্রথম চালানটি চলতি সপ্তাহে খোদ ওবামার জন্ম শহর শিকাগোতে পৌঁছাবে।

আর এর মধ্য দিয়েই কয়েক দশক ধরে চলা পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আম আমদানি নিষেধাজ্ঞা রহিত হচ্ছে।

আর এ উপলক্ষে শুক্রবার শিকাগোতে নিযুক্ত পাকিস্তান দূতাবাস বেশ জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
এদিকে পাকিস্তানের প্রশাসন বলেছে, ভারত থেকে আলফানসো আম আমদানির জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়ার ব্যাপারেও আমরা আহবান জানাচ্ছি। আলফানসো আমের প্রথম চালানটি যুক্তরাষ্ট্রে যায় ২০০৭ সালে।

গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পাকিস্তান সফর করেন। সেসময় তিনি পাকিস্তানের চোষা আমের ওপর থাকা আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

যদিও গত বছর বন্যার কারণে চোষা আম আমদানি সম্ভব হয়নি।

শিকাগোতে পাকিস্তান দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, ‘চোষা আমের প্রথম চালানটির শিকাগোতে পৌছার কথা ২৭ জুলাই বুধবার। আর এ উপলক্ষে জুলাইয়ের ২৯ তারিখ পাকিস্তান দূতাবাস বেশ বড় জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে।

আমদানি করা চোষা আম মূলত ভারতের উত্তর প্রদেশের কিছু অংশে জন্মায়।

আমদানি করতে অতিরিক্ত ব্যয়ের কারণে চোষা এবং আলফনসো আম দুটি এখানকার সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে বলেও পাকিস্তান দূতাবাস কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।