মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ সংঘর্ষে সোমালিয়ার দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সহায়তা বাধাপ্রাপ্ত হচ্ছে। মোগাদিসুতে জাতিসংঘের ত্রাণ সহায়তার প্রথম চালান পৌঁছার একদিন পরেই এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
ইসলামী আর শাহবাব গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত চার জন সৈন্য মারা গেছে বলে জানিয়েছে মোগাদিসুর সেনা কর্তৃপক্ষ।
একটি আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী মোহাম্মদ ধোর বলেন, ‘দেশটির উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে আল শাহবাব গোষ্ঠীর সংঘর্ষ হচ্ছে। আর অপ্রিয় সত্য হলো এতে করে ত্রাণ সহায়তা বিঘিœত হচ্ছে। ’
ত্রাণের আশায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত শহরতলীতে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমিয়েছে।
সরকারি বাহিনী যদি বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রনে আনতে পারে তাহলে ত্রাণ দাতা সংস্থাগুলো আরও বেশি দুর্ভিক্ষপ্রবণ এলাকায় ত্রাণ দিতে পারবে বলেও জানায় ওই গণমাধ্যমকর্মী।
জাতিসংঘ সোমালিয়ার দুটি অঞ্চলকে দুর্ভিক্ষ প্রবন এলাকা হিসেবে ঘোষণা করার পর জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিইএফপি) তাদের প্রথম ত্রাণের চালান বিমানযোগে মোগাদিসুতে নিক্ষেপ করে।
সোমালিয়ার বেশিরভাগ অঞ্চলই নিয়ন্ত্রন করে আলকায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামী দল আল শাহবাব। আর আল শাহবাব তাদের এলাকায় ডব্লিউএফপি’কে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এদিকে সরকারি বাহিনী দাবি করছে যে তারা নতুন করে দেশটির বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং মোগাদিসুর স্টেডিয়াম থেকে আল শাহবাবের সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
লেফট্যানেন্ট কর্ণেল আনকুন্দা বলেন, আল শাহবাবের ৪১ জন সদস্য আত্মসমর্পণ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১