ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১১ বেসামরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১১ বেসামরিকের মৃত্যু

কাবুল: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১১ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।   শুক্রবার হেলমন্দ প্রদেশের নাহরি সারাজ জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সেনা কর্তৃপক্ষ।



নিহতরা সবাই এসময় একটি গাড়িতে করে যাচ্ছিল।

আফগান কমান্ডার সায়েদ মালুক বলেন, ‘আজ সকাল নয়টার দিকে গাড়িটি যখন প্রাদেশিক রাজধানী লস্কর গায়ের দিকে যাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে। ’

তিনি আরও বলেন, ‘গাড়িতে যাত্রী ছিল মোট ১১ জন এবং এদের সবাই নিহত হয়েছেন। তবে এদের মধ্যে কয়জন শিশু আর কয়জন নারী ছিল তা এখনই বলা যাচ্ছে না। ’

আফগানিস্তানে চলমান সহিংসতায় এবছরে ১৪০০‘র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
 
জাতিসংঘের দেওয়া তথ্য মতে, আফগানিস্তানে মোট বেসামরিক মৃতের ৮০ শতাংশের জন্য দায়ি বিভিন্ন জঙ্গী গোষ্ঠি এবং ১৪ শতাংশের জন্য দায়ি ন্যাটো এবং আফগান নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।