ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জারদারিকে হিলারির ফোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
জারদারিকে হিলারির ফোন

ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। দুদেশের সম্পর্ক উন্নয়নে জারদারিকে হিলারি ফোন করেছেন বলে জানায় পাকিস্তান কর্তৃপক্ষ।



প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, ‘আঞ্চলিক অবস্থা এবং জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই প্রশ্নে দুই নেতা আলোচনা করেছেন। ’

মে মাসের ২ তারিখ পাকিস্তানের অ্যাবোটাবাদে সাবেক আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের নেভি সিল বাহিনী হত্যা করার পর থেকেই পাক-মার্কিন সম্পর্কে ফাটল ধরে।
 
হিলারি বলেন, ‘পাকিস্তানের গণতন্ত্রকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বকে যুক্তরাষ্ট্র মূল্য দেয়। ’

এদিকে জারদারি বলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসু অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছে। যার ভিত্তি হচ্ছে দুদেশের মধ্যকার সমঝোতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতা। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।