ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যার পানিতে উ.কোরিয়ার স্থলমাইন দ.কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
বন্যার পানিতে উ.কোরিয়ার স্থলমাইন দ.কোরিয়ায়

সিউল: বন্যার পানিতে ধুয়ে উত্তর কোরিয়ার স্থলমাইন দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এই ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থলমাইন উদ্ধার করতে দক্ষিণ কোরিয়ার সেনাবহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।



বৃহস্পতিবার দুদেশের সীমান্তবর্তী হানটান নদী থেকে স্থলমাইন রাখার দুটি কাঠের বাক্স উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘ওগুলো ছিল শুধুমাত্র স্থলমাইন রাখার বাক্স। বাক্সদুটোতে কোনো বিস্ফোরক ছিল না। আমরা ধারনা করছি মাইনগুলো কোথাও ভেসে গেছে। ’

সেনাবহিনী উত্তর কোরিয়ার স্থলমাইনগুলোর জন্য হানটান এবং নামদাইচন নদীর আশপাশ অঞ্চল খুঁজে দেখছে।

ওই মুখপাত্র আরও জানায়, ‘ওই অঞ্চলে নির্দেশিকা সম্বলিত ব্যানার টানিয়ে দেয়া হয়েছে এবং যারা ছুটি কাটাতে অনেকসময় এখানে আসেন তাদের আপাতত এখানে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। আর কেউ যদি সন্দেহজনক কিছু দেখে তাহলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানোর কথাও বলা হয়েছে। ’

উত্তর কোরিয়ার স্থলমাইন বন্যার পানিতে ভেসে দক্ষিণ কোরিয়ায় চলে আসার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও প্রবল বর্ষণের ফলে কয়েক ডজন স্থলমাইন পানিতে ভেসে দক্ষিণ কোরিয়ায় চলে এসেছিল। সেসময় স্থলমাইন বিস্ফোরণে একজন দক্ষিণ কোরিয় মারা যায় এবং অনেকে আহত হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।