জাকার্তা: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিধসে নিহত হয়েছে চার শিশু এবং আহত হয়েছে দুইজন। শনিবার সুমাত্রা প্রাদেশিক কর্তৃপক্ষ এতথ্য জানায়।
এবিষয়ে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরৌ নুগরোহো বলেন, ‘শুক্রবার যখন ভূমিধসটি হয় তখন শিশুরা কাছেই একটি মাটির ঢালের নিচে খেলছিলো। মৃত চারজন শিশুর মধ্যে একজনের বয়স সাত বছর এবং অন্য তিনজনের বয়স দশ বছর। ’
‘প্রবল বৃষ্টিপাতের ফলেই এ ভূমিধসের সৃষ্টি হয়েছে বলেও সুতোপো জানান। ’
গতবছর ইন্দোনেশিয়ার তেলুক ওয়ানডামা জেলার পাপুয়া গ্রামে একই রকম ঘটনায় ১৪৮ জন গ্রামবাসী মারা যায়।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১