হ্যানয়: ভিয়েতনামের একটি জুতার কারখানায় আগুন লেগে ১৭ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। শুক্রবার সন্ধ্যায় কারখানাটিতে আগুন লেগে গেলে কারখানার কর্মচারীরা বের হতে না পারায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
আন লাও জেলার পুলিশ প্রধান ফান জুয়ান লাই একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাইফেং শহরের অনিবন্ধিত এই কারখানায় ঝালাই করার যন্ত্রপাতি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। ’
তিনি আরও বলেন, ‘আমরা তদন্তের জন্য ছয়জনকে আটক করেছি। আগুনের শিখা খুব দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পরে। যার কারণে কারখানার কর্মচারীরা কেউই নিরাপদে বের হয়ে আসতে পারে নি। ’
কারখানা ভবনটির অবস্থা বর্ননা করতে গিয়ে লাই বলেন, ‘কারখানা থেকে বের হবার জন্য শুধুমাত্র একটি ছোটে দরজা এবং রাস্তাটিও বেশ সরু। এই দরজা দিয়ে একসঙ্গে এতগুলো লোক বের হওয়া অসম্ভব। ঘটনাস্থলেই ১৩ জন মারা যায়। বাকী চারজন হাসপাতালে মারা যায়। মৃতদের মধ্যে ১০ জনই নারী। ’
৪০ জন শ্রমিক নিয়ে মাত্র চারমাস হয় কারখানাটি উৎপাদন শুরু করেছিল।
ভিয়েতনামে অগ্নি দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। বিগত বছরে বেশ কয়েকবার ভিয়েতনামের বিভিন্ন জায়গায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। আর এই ঘটনার জন্য অপর্যাপ্ত অগ্নি নির্বাপনী ব্যবস্থাকে দায়ি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১