আঙ্কারা: তুরস্কের সশস্ত্র বাহিনীর প্রধান ইসনিক কোসেনারের সঙ্গে সঙ্গে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানগণ পদত্যাগ করেছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
জেষ্ঠ্য কর্মকর্তাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে করা ক্যু’র অভিযোগের প্রতিবাদ হিসেবে তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়।
জেনারেল কোসেনার এবং প্রধানমন্ত্রী রিসেপ তাঈপ এরদোগনের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। আর তাই এই চার কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল দ্রুত সেনাবহিনীর প্রধান হিসেবে জেনারেল নেকদেত ওযেলকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওযেলকে কোসেনারের স্থলাভিষিক্ত করবেন বলেও ধারনা করা হচ্ছে।
ঐতিহ্যগতভাবে তুরস্কের সশস্ত্র বাহিনীর প্রধানই সামরিক বাহিনীর প্রধান হয়ে থাকে। কিন্তু এবার যদি জেনারেল নেকদেত সেনাবাহিনীর প্রধান হিসেবে পুরোপুরি স্থলাভিষিক্ত হন তাহলে তুরস্কের ইতিহাসে পট পরিবর্তন হবে।
দেশটির ধর্মনিরপেক্ষতাবাদী সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজমান। দুপক্ষই বিগত দুই বছর ধরে বাকযুদ্ধ চালিয়ে আসছে। উভয়েরই অভিযোগ সেনাবহিনী দেশে যেকোনো মুহুর্তে ক্যু করতে পারে এবং সেজন্য পরিকল্পনা করছে।
আর এই অভিযোগের বিপরীতে এই চার কর্তাব্যক্তির পদত্যাগ সিদ্ধান্ত দেশটিকে সঙ্কটময় পরিস্থিতির দিকে নিয়ে গেল।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১