ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কোয়েটায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ জন শিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ৩০, ২০১১
কোয়েটায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ জন শিয়া

কোয়েটা: পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত এবং তিনজন আহত হয়েছে। হতাহতরা সবাই শিয়া সম্প্রদায়ের বলে জানিয়েছে কোয়েটা পুলিশ কর্তৃপক্ষ।



কোয়েটার পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল বলেন, ‘একটি বাসস্ট্যান্ডের পাশ দিয়ে গাড়িটি যাওয়ার পথে অন্য একটি গাড়িতে থাকা বন্দুকধারীরা গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ১১ জন। ’

পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ১৫ ভাগ শিয়া। এমনিতে পাকিস্তান সুন্নি অধুষ্যিত অঞ্চল।

বিগত ১০ বছর ধরেই এ অঞ্চলে শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘর্ষ-হানাহনির ঘটনা ঘটে আসছে। যদিও একসময় দেশটিতে শিয়া-সুন্নিরা পারস্পরিক সৌহার্দতার ভিত্তিতে বসবাস করতেন।
 
এখন পর্যন্ত এই হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি। কিন্তু জঙ্গী সংগঠন সুন্নী সিপাহে শাহাবার সহযোগী সংগঠন লস্কর-ই-জাঙভিকে চলতি বছরের বিভিন্ন সহিংসতার জন্য দায়ি করা হয়।

শুক্রবারও কয়েকজন বন্দুকধারী তীর্থযাত্রার জন্য যাওয়া সাত জন শিয়াকে গুলি করে হত্যা করে। এসময় তারা বাসের জন্য অপেক্ষা করছিলো।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।