ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরীয় সেনাবহিনীর হামা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুলাই ৩১, ২০১১
সিরীয় সেনাবহিনীর হামা অভিযান

হামা: সিরীয় সেনাবাহিনী দেশটির হামা শহরে অভিযান শুরু করেছে। হামা সিরিয়ার সরকার বিরোধীদের মূল কেন্দ্রস্থল বলে বিবেচিত হয়।

শনিবার ভোররাত থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানায় হামার সরকার বিরোধীরা।

এদিকে শহরটির অধিবাসীরা জানায়, ‘রোববার ভোর থেকেই শহরটির অন্তত তিনদিক হতে সেনাবহিনী শহরটির দিকে এগুতে শুরু করেছে। যেকোনো মুহুর্তে সংঘর্ষ বেঁধে যেতে পারে। ’

শহরের ঢোকার রাস্তাগুলোতে শহরের বাসিন্দারা ব্যারিকেড দিয়ে ট্যাংক প্রবেশ বন্ধ করতে চাচ্ছে। অপরদিকে ব্যারিকেড ধ্বংস করে শহরে ঢোকার জন্য শহরের প্রধান মসজিদের সামনে অন্তত তিনটি ট্যাংক অবস্থান নিয়েছে।

গত কয়েকমাস ধরেই  সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অন্দোলন চলছে। দেশটির গণতন্ত্রকামী প্রতিবাদকারীরা প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসানের মাধ্যমে দেশে গণতন্ত্র চাইছে।

হামার একজন ডাক্তার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ফোনে দেয়া বক্তব্যে বলেন, ‘ট্যাংক স্থানীয়দের দেওয়া রাস্তার ব্যারিকেড ভেঙ্গে শহরে ঢুকে পড়েছে। ’

ট্যাংক থেকে শহরের বাসিন্দাদের দিকে অনবরত গোলা নিক্ষেপ করা হচ্ছে বলেও ওই ডাক্তার জানান। যখন ওই ডাক্তার ফোনে গণমাধ্যমটির সঙ্গে কথা বলছিলেন তখনও ফোনে ভারি গোলা বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল।

১৯৮২ সালে প্রেসিডেন্ট আসাদের বাবার শাসনামলে তার বিরুদ্ধেও এই শহর থেকেই প্রথম বিক্ষোভ শুরু হয়।
 
এদিকে সরকার বিরোধী আন্দোলনকারীদের দাবি যে মার্চ মাস থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত সেনবাহিনীর হাতে ১৫০০ জন বেসামরিক নিহত হয়েছেন। অপরদিকে সেনাসদস্য নিহত হয়েছে ৩৫০ জন। সরকারি বাহিনীর হাতে এখন পর্যন্ত ১২ হাজার ৬০০ প্রতিবাদকারী গ্রেপ্তার এবং ৩০০০ মানুষ নিঁেখাজ হয়েছে বলেও জানায় আন্দোলনরত সরকার বিরোধীরা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।