ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় প্রমোদ তরী ডুবি: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, জুলাই ৩১, ২০১১
রাশিয়ায় প্রমোদ তরী ডুবি: নিহত ৫

মস্কো: রশিয়ার মস্কো নদীতে একটি প্রমোদ তরী ডুবিতে নিহত পাঁচ এবং নিখোঁজ পাঁচ জন। রোববার দেশটির জরুরী বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।



প্রমোদ তরীটি ১৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে সাত জনকে উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়।

রাশিয়ার ভোলগা নদীতে তিন সপ্তাহ আগে বুলগেরিয়া নামের একটি দ্বিতল পর্যটন নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় ১০০‘র বেশি মানুষ মারা যায় এবং ৮০ জনকে উদ্ধার করা হয়েছিল। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় নৌকা ডুবির ঘটনা।

দেশটির জরুরী বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘পাঁচ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ’

জরুরী বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তা ইউরি বেসেডিন বলেন, ‘নৌ চলাচল নিয়ম অমান্য করে চলার কারণেই নৌকাটি দুর্ঘটনার শিকার হযেছে বলে ধারণা করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।