ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চাকরি হারানোয় ধর্মঘট করছে বিবিসি’র সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, আগস্ট ১, ২০১১
চাকরি হারানোয় ধর্মঘট করছে বিবিসি’র সাংবাদিকরা

লন্ডন: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) চাকরি হারানো সাংবাদিকরা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে।

ওয়ার্ল্ড সার্ভিস এবং মনিটরিং বিভাগের ১০০ জন সাংবাদিককে বাধ্যতামূলকভাবে চাকরি হতে অবসর দেওয়ায় সোমবারেও এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানায় সাংবাদিকদের সংগঠন  ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে)।

ওয়ার্ল্ড সার্ভিস এবং মনিটরিং বিভাগটি সারাবিশ্বের গণমাধ্যমগুলোকে পর্যবেক্ষণ করে।

ওই বিভাগের সাংবাদিকদের চাকরি হারানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এনইউজে।
 
এনইউজে’র সাধারণ সম্পাদক মিচেল স্টানিস্ট্রীট বলেন, ‘মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে। সংগঠনের ৩০০০ সদস্য এই ধর্মঘটকে সমর্থন করে। ’

সরকারের কৃচ্ছতাসাধন নীতির অংশ হিসেবে ওয়ার্ল্ড সার্ভিস জানুয়ারি মাসে ৬৫০ জন কর্মীকে ছাটাই করার সিদ্ধান্ত নেয় এবং বিবিসি আগামী কয়েক বছর তার মোট বাজেটের ১৬ শতাংশ কমানোরও সিদ্ধান্ত নেয়।
 
জুলাই মাসের ১৫ তারিখের ধর্মঘটে বিবিসি’র রেডিও ফোরের প্রতিদিনকার নির্ধারিত অনুষ্ঠান এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। এমনকি বিবিসি টেলিভিশনের সান্ধ্যকালীন রাতের সংবাদ অনুষ্ঠানটিও প্রচার হয়নি।

দুই পক্ষের মধ্যকার আলোচনা গত সপ্তাহে বন্ধ হয়ে যায় এবং তারা আবারও আগস্ট মাসের ১১ তারিখ আলোচনায় বসবে।

চাকরি হারানো সাংবাদিকদের জন্য বিবিসি এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান স্টানিস্ট্রীট।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।