ঢাকা: যেকোনো সময় ফের পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এজন্য তারা প্রস্তুত বলে সর্তক করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও এর আগে সফলভাবে পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি।
একের পর এক পারমাণবিক বোমা, মিসাইল ও ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালানোর ধারাবাহিকতায় গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) পঞ্চম পরীক্ষা চালানো হয়। ২০০৬ সালের অক্টোবরে সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষাটি চালানো হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
আর ‘সবচেয়ে বড়’ ওই পারমাণবিক পরীক্ষা চালানোর সময় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হওয়ায় খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওই পরীক্ষাকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জুন-হাই ‘আত্ম-বিধ্বংসী’ কাণ্ড অভিহিত করে বলেন, এই কাণ্ড উত্তরের নেতা কিম জং-উনের ‘বেপরোয়া খামখেয়ালিপনার’ দৃষ্টান্ত।
**‘সবচেয়ে বড়’ পারমাণবিক পরীক্ষা উ. কোরিয়ার, শক্তিতে ভূমিকম্প
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস