ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি পরিষদে ঋণসীমা বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, আগস্ট ২, ২০১১
মার্কিন প্রতিনিধি পরিষদে ঋণসীমা বিল পাস

ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) ঋণসীমা বিল পাস হয়েছে। বিলের পক্ষে ২৬৯টি এবং বিপক্ষে ১৬১টি ভোট পড়ে।

এটি এখন মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার এই বিলে সই করবেন। এর ফলে মার্কিন কংগ্রেস আগামী ১০ বছরে ২ দশমিক ৪ ট্রিলিয়ন (দুই লাখ ৪০ হাজার কোটি) ডলার ঋণ নিতে পারবে।
 
এই বিল পাসের সময় প্রতিনিধি পরিষদের সদস্য গ্যাবিয়েল গিফোর্ডস অনেক দিন পর কংগ্রেসে যোগ দিলেন। গত জানুয়ারিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গিফোর্ডস ক্যাপিটাল হিলে এলে প্রতিনিধি পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। তিনিও তাদের সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তুমুল তর্ক-বিতর্কে পর ডেমোক্রাটিক এবং রিপাবলিকার সবাই সোমবারে সংশোধিত এ বিলের বিষয়ে তাদের ঐক্যমত্য পোষণ করেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রাট নেতা হ্যারি রিপ বলেন, এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় সিনেটে ভোটাভুটি হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।