ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনীতির প্রতিদ্বন্দ্বীদেরও মারতে বলেছিলেন ফিলিপিনো প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
রাজনীতির প্রতিদ্বন্দ্বীদেরও মারতে বলেছিলেন ফিলিপিনো প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মিন্দানাও দ্বীপের শহর দাবাওয়ের মেয়র থাকতে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন তার সেসময়কার ‘ডেথ স্কোয়াড’র একজন সদস্য।  

এদগার মাতোবাতো নামে সাবেক ওই কর্মকর্তা দুতের্তের বিরুদ্ধে একটি অভিযোগের শুনানিতে সিনেট কমিটির সামনে এ অভিযোগ তুলেন।

মাতোবাতো জানান, তিনি ও স্কোয়াডের অন্য সদস্যরা ২৫ বছর ধরে হাজারোধিক মানুষকে হত্যা করেছেন।

শুনানির খবরটি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। খবর মতে, শুনানিতে দুতের্তের মেয়র শাসনের সময়ের সংঘবদ্ধ হন্তারকচক্রের মতো বিভীষিকাময় হত্যাযজ্ঞের বিস্তারিত তুলে ধরেন মাতোবাতো।

৫৭ বছর বয়সী মাতোবাতো বলেন, মাদক ব্যবসায়ী, ধর্ষক ও ছিনতাইকারী নিধন করতে মেয়রের তত্ত্বাবধানে পরিচালিত দাবাও ডেথ  স্কোয়ারে সদস্য ছিলাম আমি। পেশাদার অপরাধীদের পাশাপাশি মেয়রের টার্গেট ছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও। উদাহরণ হিসেবে মেয়র পদের একজন প্রতিদ্বন্দ্বীর চার নিরাপত্তারক্ষীকে হত্যার কথা বলা যায়।

দুতের্তের নৃশংসতার কথা তুলে ধরেন ডেথ স্কোয়াডের এ সাবেক সদস্য বলেন, সেসময়কার মেয়র একজনকে ধরে কুমিরকে পর্যন্ত খাইয়েছিলেন।  

যদিও প্রেসিডেন্টে দুতের্তের মুখপাত্র এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকি অভিযোগকারী কারও স্বার্থে ব্যবহার হচ্ছেন বলে উল্টো অভিযোগ করেছেন সেই প্রতিদ্বন্দ্বী মেয়রের ছেলেও।

মাদক চোরাচালান ও ব্যবসা বন্ধে দুতের্তের নীতির সমালোচনা চলে আসছে। এ নিয়ে কথা বললে সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালিগালাজ করেন ফিলিপিনো প্রেসিডেন্ট। এরমধ্যেই অভিযোগের শুনানিতে এ কথাগুলো বললেন মাতোবাতো।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।