ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিডনিতে বোমা নাটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, আগস্ট ৩, ২০১১
সিডনিতে বোমা নাটক

সিডনি: অস্ট্রেলিয়ার বোমা অপসারণকারীদের একটি দল সিডনিতে একটি বাড়ি ঘিরে রেখেছে। এক তরুণী গলায় বিস্ফোরক বেঁধে রেখেছেন বুধবার গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর ওই বাড়ি ঘিরে ফেলা হয়।



ওই বাড়ির আশপাশের রাস্তা থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি সিডনির উত্তর উপকূলের মোসম্যানের বুরায়ং অ্যাভিনিউতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই রাস্তায় অভিযান সব লোকেরা বসবাস করে।

স্থানীয় প্রশাসনকে ডাকা হয় স্থানীয় বেলা আড়াইটায়।

তবে বিস্ফোরক ওই নারীর শরীরের ঠিক কোন জায়গায় বাঁধা রয়েছে তা বলতে চাননি সহকারী কমিশনার মার্ক মারডক।

তিনি বলেন, বোমা বিশেষজ্ঞরা ও পুলিশের মধ্যস্থতাকারীরা ওই বাড়িতে ঢুকেছেন এবং তারা ওই তরুণীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

এর আগে স্থানীয় গণমাধ্যমে খবর বের হয়, সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে তিনি এ কাজ করেছেন। তবে পুলিশ বলছে আত্মঘাতী কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্য তার নেই।

টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মাত্র ১৮ বছর বয়সী ওই তরুণী সিডনির একটি ধনী পরিবারের সন্তান। তার গলায় একটি মুক্তিপণের নোটও ঝুলানো রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।