ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘লাদেনকে নিয়ে চলচ্চিত্র ,তথ্য দেয়নি পেন্টাগন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, আগস্ট ১১, ২০১১
‘লাদেনকে নিয়ে চলচ্চিত্র ,তথ্য দেয়নি পেন্টাগন’

নিউইয়র্ক: দুই মার্কিন চলচ্চিত্র নির্মাতা সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ড নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। আর এই চলচ্চিত্র নির্মানে তথ্য সহায়তা দিচ্ছে খোদ পেন্টাগন।

কিন্তু বুধবার ওবামা প্রশাসন এই গোপন তথ্য প্রদানের সত্যতা অস্বীকার করেছে।

বলা হচ্ছে, চলচ্চিত্রটিতে ওবামা প্রশাসনের জন্য সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখানো হয়েছে ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডকে। কারন হিসেবে দেখা হচ্ছে চলচ্চিত্রটি মুক্তি পাবার সময়েকে। কারন ২০১২ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি আর এর একমাস পরেই যুক্তরাষ্ট্রের নির্বাচন। সেই নির্বাচনে যে ডেমোক্র্যাটরা দ্বিতীয়বারের মতো সরকার ক্ষমতায় আসতে চাইবে এটা তো স্বাভাবিক। আর তাই এই চলচ্চিত্রটি ডেমোক্র্যাটদের শৌর্য-বীর্য গাথা হবে বলেই ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড নিরাপত্তা কমিটির চেয়ারম্যান রিপাবলিকান পিটার কিং ঘটনা তদন্তের আহবান জানিয়েছেন।

রিপাবলিকানদের করা দাবিকে হাস্যকর বলে আখ্যা দেন হোয়াইট হাউস মুখপাত্র জে কারনে।

অপরদিকে হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতিতে জে কারনে বলেন, ‘আমরা কোনও গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করিনি। হোমল্যাণ্ড- নিরাপত্তা কমিটির মাথা ঘামনোর মতো আরও অনেক বিষয় আছে। ’

পেন্টাগন মুখপাত্র কর্ণেল ডেভ লাপান বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন বিগলো এবং মার্ক বোয়ালকে চলচ্চিত্রটি বানাতে সহায়তা করেছে। ওসামা বিন লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছিল সেবিষয়টি নিয়েই তারা চলচ্চিত্র নির্মান করছে। ’

উল্লেখ্য, কর্ণেল ডেভ লাপান রাজনৈতিকভাবে একজন রিপাবলিকান।

বিগলো এবং বোয়াল তাদের যৌথ বিবৃতিতে বলেন, ‘এটা আমেরিকানদের সাফল্য। একই সঙ্গে বীরোচিতও বটে। এই বীরোচিত বিষয়টি না তুলে ধরার মতো কোনও কারণ নেই। ’

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।