ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শুনানির শুরুতেই দায় অস্বীকার হোসনি মোবারকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৪, আগস্ট ৪, ২০১১
শুনানির শুরুতেই দায় অস্বীকার হোসনি মোবারকের

কায়রো: দুর্নীতি ও বিক্ষোভকারীদের খুনের হুকুমদাতা হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক।

কায়রোতে বুধবার তাকে নিয়ে শুনানি শুরুর প্রথম দিনই তিনি তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেন।



অসুস্থ মোবারককে শুনানির জন্য একটি হসপিটাল বেডে বয়ে আদালত কক্ষে এনে একটি খাঁচায় রাখা হয়।

কায়রোর পুলিশ একাডেমিতে এ দিন তিন হাজারেরও বেশি সেনা ও পুলিশকে নিরাপত্তা রক্ষার দায়িত্বে রাখা হয়। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

টানা প্রায় তিন দশক ক্ষমতা ভোগের পর গণবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন হোসনি মোবারক। এরপর দুর্নীতি ও বিদ্রোহী খুনে হুকুমের আসামি করে মামলা ঠোকা হয় তার নামে। মামলা হয় তার ছেলে সাবেক ইন্টেরিয়র মন্ত্রী হাবিব আল আদলি ও তার সহযোগী সাবেক ছয় নিরাপত্তা কর্মকর্তার নামেও।

আগামী বৃহস্পতিবার আদলি ও তার সঙ্গীদের শুনানি শুরু হতে পারে।  

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।