ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, আগস্ট ৪, ২০১১
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১০

জাকার্তা: ইন্দোনেশিয়ায় একটি খনি কোম্পানির ভাড়া করা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন।

হেলিকপ্টারটি ইন্দোনেশিয়ার পূর্বের পাহাড়ি এলাকায় ভূপাতিত হয়েছে বলে জানায় উদ্ধারকারী দল।

হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান একটি খনি কোম্পানির ভাড়া করা। বৃহস্পতিবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
    
বেল-৪১২ নামের হেলিকপ্টারে থাকা সব যাত্রীই মারা গেছে বলেও জানায় উদ্ধারকারী দল। মৃতদের মধ্যে দুইজন অস্ট্রেলিয়ার, দুইজন দক্ষিণ আফ্রিকার এবং ছয়জন ইন্দোনেশিয়ার বাসিন্দা।

বিমান উড্ডয়ণ কর্তৃপক্ষ মুখপাত্র লাকি পোনদাগ বলেন, ‘বুধবার সাওলাওয়েসি দ্বীপ থেকে নিউক্রেস্টের গোসোঙ খনির দিকে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পর থেকেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমান উড্ডয়ণ কর্তৃপক্ষের। ’

উদ্ধারকারী দলের প্রধান লুদিয়ান্তো বলেন, বেলা দুইটার দিকে আমরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে শুধুমাত্র একজনকে প্রাথমিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
 
ঠিক কি কারণে হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে তা এখনও পরিস্কার নয় বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।