ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন আইএমএফ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, আগস্ট ৪, ২০১১
নতুন আইএমএফ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

প্যারিস: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রধান ক্রিস্তিন ল্যাগার্দের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ফ্রান্সের একটি আদালত বৃহস্পতিবার তার বিরদ্ধে এই অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।



ফ্রান্সের অর্থমন্ত্রী থাকার সময় ল্যাগার্দে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ওপর কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে আদালত এ বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

তবে ক্রিস্তিন ল্যাগার্দে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। দায়িত্বপালন কালে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এমন কোনো ইঙ্গিতও অবশ্য নেই।

মাত্র এক মাস হলো ল্যাগার্দে আইএমএফ প্রধানের দায়িত্ব পেয়েছেন। এ অবস্থায় এমন অভিযোগ নিঃসন্দেহে তার জন্য খুবই অস্বস্তিকর।

গত মে তে নিউইয়র্কের একটি হোটেলের পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে আটক হওয়ার পর তৎকালীন আইএমএফ প্রধান দোমিনিক স্ত্রস কান দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর পর জুলাইয়ে নতুন প্রধান নির্বাচিত হন ক্রিস্তিন ল্যাগার্দে।

সরকারি কৌঁসুলিরা অভিযোগে বলেছেন, অর্থমন্ত্রী থাকাকালে ল্যাগার্দে ৪০ কোটি ৬ লাখ ডলারের একটি অনুদান ব্যবসায়ী বার্নার্ড তাপাইকে পাইয়ে দেন। তাপাই বামপন্থী সরকারের সাবেক একজন মন্ত্রী তবে ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মত পাল্টিয়ে তিনি নিকোলা সারকোজির পক্ষ নেন।

তাপাইয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।