ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কটূক্তি করায় ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী পদচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, আগস্ট ৫, ২০১১
কটূক্তি করায় ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী পদচ্যুত

ব্রাসিলিয়া: কটূক্তি করার দায়ে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিমকে পদচ্যুত করলেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। নেলসনের স্থলাভিষিক্ত হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিমকে।



গত জানুয়ারি মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দিলমা রৌসেফ। জানুয়ারি থেকে চলতি মাস অবধি এ পর্যন্ত তিনি মোট তিনজন মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করলেন।

নেলসন জোবিমকে প্রথমবারের মতো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি লুলা ডি সিলভা।

পদচ্যুত হওয়ার বিষয়ে নেলসন বলেন, ‘কয়েক বিলিয়ন ডলারের বিনিময়ে কয়েকটি জেট বিমান কেনার ঘটনায় তিনি আমাকে বরখাস্ত করেন। ’

যদিও সম্প্রতি নেলসন বিভিন্ন জায়গায় অন্য মন্ত্রীদের নিয়ে কটূক্তি করছিলেন। এমনকি তিনি কোনো কোনো মন্ত্রীকে ‘নির্বোধ’ এবং ‘দুর্বল‘ বলেও সম্বোধন করেন।

ধারণা করা হচ্ছে, নেলসনের করা ওই কটূক্তির কারণেই প্রেসিডেন্ট তাকে তার পদ হতে বরখাস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।