ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ক্রেডিট রেটিংয়ে ধাপ কমলো যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, আগস্ট ৬, ২০১১
ক্রেডিট রেটিংয়ে ধাপ কমলো যুক্তরাষ্ট্রের

নিউইয়র্ক: বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি ‘স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি)’ যুক্তরাষ্ট্রকে তাদের রেটিং ‘ট্রিপল এ’ থেকে সরিয়ে এনে ‘ডবল এ প্লাস’ দিয়েছে।

বাজেট ঘাটতি এবং ঋণসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সৃষ্ট তুমুল বিতর্কের কারণেই রেটিং এজেন্সিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর এই ধাপ নেমে আসা রেটিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের সরকার,কোম্পানি এবং ভোক্তাদের ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যেতে পারে এবং দেশটির ট্রেজারি বন্ডের দাম পাশ্ববর্তী দেশগুলোর ট্রেজারি বন্ডের তুলনায় কমে যাবে বলেও ধারনা করা হচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে এসঅ্যান্ডপি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস চলতি অর্থবছরের বিপর্যয় ঠেকাতে যে আপোষে পৌঁছেছে সেই মাতামতেরই প্রতিফলন পড়েছে আমাদের রেটিংয়ে।

এজেন্সিটির চেয়ারম্যান জন চেম্বারস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘কংগ্রেস ঋণসীমা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্র অর্থনীতির নিম্নগামিতা ঠেকাতে পারতো। ’

তবে একই সঙ্গে রেটিং এজেন্সিটি এও জানায় যে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস পরিস্থিতির উন্নয়নে যে সিদ্ধান্ত নিয়েছে তা ততটা ফলপ্রসু হবে না।
 
অবশ্য যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ওই সিদ্ধান্তের আগেই এসঅ্যান্ডপি বাজেট ঘাটতি ৪ ট্রিলিয়ন ডলার কমানোর আহবান জানিয়েছিলো। কিন্তু এই আহবানের পরেও ২ আগস্ট প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস গৃহীত আগামী ১০ বছরে ঘাটতি ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনার পরিকল্পনায় স্বাক্ষর করেন।

এদিকে গত ১০ দিনে এসঅ্যান্ডপি’র স্টক সূচক ১০ দশমিক ৮ শতাংশ কমে গেছে। আর এই সূচক কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরেকটি বিশ্বমন্দার সৃষ্টি করছে বলে উদ্বিগ্ন সবাই।

অপরদিকে এসঅ্যান্ডপি যুক্তরাষ্ট্রের রেটিং কমালেও অন্য দুই শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা মুডি এবং ফিচ এখনি এধরনের সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছে শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।