নয়াদিল্লি: ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে বাইরে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা আইসিইউতে রাখার পর তাকে বাইরে নেওয়া হয়।
সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার করা হয় গত বৃহস্পতিবার। তবে কী সমস্যার কারণে কোন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সে বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে বলে কংগ্রেসের বিবৃতিতে জানানো হয়।
শনিবার কংগ্রেসের বিববৃতিতে জানানো হয়েছে, শুভকামনা ও মহানুভূতিমূলক অসংখ্য বার্তা পাঠানোর জন্য সোনিয়ার পক্ষ থেকে তার পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
গত শুক্রবার দলের একটি বিবৃতিতে জানানো হয়েছিল, সোনিয়ার চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। তার সঙ্গে রয়েছেন, ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াংকা ভদ্র ও জামাই রবার্ট ভদ্র।
সোনিয়া গান্ধী ও তার পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছেড়ে যান। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ছয় মাস সোনিয়া চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১