ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পুতে রাখা বোমার বিস্ফোরণে আহত ৮ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আফগানিস্তানে পুতে রাখা বোমার বিস্ফোরণে আহত ৮ শিশু

ঢাকা: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পৃথক পৃথক বিস্ফোরণে আট শিশু আহত হয়েছে। দেশটির শাহ ওয়ালিকত এবং মাইওয়ান্ড জেলায় সড়কের পাশে পুতে রাখা বোমা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার (১৭ অক্টোবর) দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় রোববার (১৬ অক্টোবর) বিকালে এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

দেশটির গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ান জানান, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে শাহ ওয়ালিকত জেলার চীনার এলাকায়। এসময় আহত হয় চারজন শিশু। অপর বিস্ফোরণটি ঘটে মাইওয়ান্ড জেলার তিমুর বান্দ এলাকায়। এতে দুই মেয়ে শিশুসহ আহত হয় আরও চারজন শিশু।

আতাউল্লাহ বলেন, উভয় ঘটনায় আহত শিশুদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে তালেবান জঙ্গিরা এ বোমাগুলো পুতে রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।