ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৯ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ অক্টোবর) দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জমশিদ শাহ জানান, প্রদেশটির রহিম ইয়ার খান জেলার খানপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া হতাহতদের মধ্যে শিশু, শিক্ষার্থী এবং নারীরাও রয়েছেন।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক তসলিম কামরান জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪০জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, এ দুর্ঘটনার পরপরই হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের রক্তদানে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬/আপডেট: ১৬৪৭ ঘণ্টা
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।