ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সোমবার রাজার অনুমোদন পাচ্ছেন ইংলাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, আগস্ট ৭, ২০১১
সোমবার রাজার অনুমোদন পাচ্ছেন ইংলাক

ব্যাংকক: থাইল্যান্ডের নির্বাসিত নেতা থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে দেশটির রাজপরিবার প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেবে সোমবার বিকেলে। থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদের সাধারণ সচিব পিথুন পুমহিরুন রোববার এ তথ্যা জানিয়েছেন।



পিথুন বলেন, ‘শুক্রবার পর্যন্ত অনুমোদনের বিষয়ে সংশয় ছিল যে ইংলাক সিনাওয়াত্রকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে রাজপরিবার অনুমোদন দেবে কিনা। ফিও থাই পার্টির এমপিরা এবং গণমাধ্যম কর্মীরা রাজপ্রাসাদের সামনে অপেক্ষায় ছিলেন কাঙ্খিত অনুমোদন দেওয়ার সংবাদের জন্য। ’

শনিবার সকালে রাজপরিবার সম্পর্কিত দপ্তর ঘোষনা করে যে, রাজা সোমবার বিকেল পাঁচটা ৩০ মিনিটে চালেরম প্রকিয়াত ভবনে ইংলাক সিনাওয়াত্রাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ভুলবশত ফিও থাই পার্টির নেতৃবৃন্দ রাজপরিবারের ঘোষণা গ্রহণ করার জন্য নিউ ফেচাবুরি রোডের মূল পার্টি ভবনে এক অনুষ্ঠানের আযোজন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।