ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কেনেডিপত্মীর গোপন টেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, আগস্ট ৭, ২০১১
কেনেডিপত্মীর গোপন টেপ

লন্ডন: যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডির কিছু গোপন অডিও টেপ প্রকাশ করার ঘোষণা দিয়েছে একটি মার্কিন টিভি। ওই টেলিভিশনের একটি বিশেষ শোতে বাজানো হবে রেকর্ডটি।

এই রেকর্ডের মাধ্যমে কেনেডির সঙ্গে জ্যাকুলিনের ব্যক্তিগত জীবনের অনেক অজানা তথ্য জানা যাবে। সেই সঙ্গে গুপ্তহত্যার শিকার মার্কিন এই জনপ্রিয় প্রেসিডেন্টের গুপ্তহত্যার আসল খবরও ফাঁস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওই অডিও টেপটি রেকর্ড করেছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ আর্থার এম স্কে¬সিংগার জুনিয়র। সময়টা ছিল প্রেসিডেন্ট কেনেডি নিহত হওয়ার পরবর্তী কয়েক মাসের মধ্যেই। ১৯৬৩ সালে ২২ নভেম্বর কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন। রেকর্ড করার পর টেপটি বোস্টনে কেনেডি লাইব্রেরিতে একটি ভল্টে সংরক্ষিত ছিল।

কেনেডি নিহত হওয়ার পাঁচ বছর পর জ্যাকুলিন গ্রিসের জাহাজ ব্যবসায়ী অ্যারিস্টটল অনাসিসকে বিয়ে করেন। এর পর তিনি জ্যাকি অ নামে পরিচিত পান। এসময় তিনি ওই টেপটি তার মৃত্যুর ৫০ বছর পেরুনোর আগে প্রকাশ না করতে অনুরোধ করেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ১১৯৪ সালে মে তে জ্যাকুলিন মারা যান। কিন্তু মায়ের অনুরোধ সত্ত্বেও মেয়ে ক্যারোলিন কেনেডি টেপটি প্রকাশ করতে সম্মত হয়েছেন। তার সম্মতিতে মার্কিন টেলিভিশন এবিসিতে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা সানডে এক্সপ্রেস।

ওই টিভির একজন মুখপাত্র জানিয়েছেন, ওই টেপটি তাদের টিভিতে দুই ঘণ্টার একটি বিশেষ শোতে সম্প্রচার করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি।

সানডে এক্সপ্রেসের দাবি, ওই টেপে যা প্রকাশ পাবে তা হলো, জ্যাকুলিন বিশ্বাস করতেন কেনেডিকে হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ড কেবল একজন ক্রিড়ানক ছিলেন। তিনি আসলে টেক্সাসের একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের হয়ে কাজ করেছিলেন।

একটি সূত্রে জানা যায়, জ্যাকুলিন বিশ্বাস করতেন অসওয়াল্ড প্রকৃত পক্ষে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিলেন। ষড়যন্ত্রকারী গ্রুপটির সঙ্গে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিনডেন জনসন এবং টেক্সাসের কিছু ধনী ব্যবসায়ী জড়িত ছিলেন। লিনডেন পরে প্রেসিডেন্ট হন।

টেক্সাসের ব্যবসায়ীরা আশা করেছিলেন সে সময় ভিয়েতনাম যুদ্ধে বিভিন্ন চুক্তি ও সরকারের তেল নীতিতে তারা লিনডেন জনসেনের কাছ থেকে অনেক বেশি সুবিধা পাবেন।

তবে যাই হোক এতে সন্দেহ নেই জ্যাকুলিন চেয়েছিলেন সত্য প্রকাশিত হোক। কিন্তু নিজের ও সন্তানের নিরাপত্তার স্বার্থেই তিনি তা বলতে চাননি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।