দামেস্ক: সিরিয়ার সরকারী নিরাপত্তা বাহিনীর হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রোববারের এ হামলার ঘটনায় পোপ বেনেডিক্ট-১৬ এবং আরব লীগ নিন্দা জ্ঞাপন করেছেন।
দামেস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড গত বৃহস্পতিবার সিরিয়া ছেড়ে চলে এসেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেওয়া স্বাক্ষাতকারে তিনি বলেন, ‘ওয়াশিংটন সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের এবং তার প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে। ’
সর্বশেষ রক্তপাতের ঘটনায় পোপ বলেন, ‘সিরিয়ায় ঘটনা চূড়ান্ত উদ্বেগের সৃষ্টি করছে। অগনিত মানুষ শিকারে পরিনত হচ্ছে সেখানে। ’
রবার্ট ফোর্ড গত মাসে সিরিয়ার হামা শহরে হামলার পর বলেন, ‘সিরিয়ার বিক্ষোভকারীদের ওপর সরকারের হামলা অমানবিক এবং ঘৃণ্য।
এদিকে বিক্ষোভকারীরা বলছে, দেইর আল জুরে প্রেসিডেন্ট আসাদের ট্যাংক ৪২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং হুলা শহরে অন্তত ১০ জন নিহত হয়েছে সিরীয় নিরাপত্তা বাহিনীর হাতে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১